Site icon Jamuna Television

জায়েদ খানকে বিয়ে করতে বললেন ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান।

জায়েদ খানের উদ্দেশে ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘আমার ছোট ভাই জায়েদকে একটা কথা বলতে চাই। তার প্রয়াত মায়ের মাগফেরাত কামনা করি। তিনি হয়তো ছেলেকে একটা কথা রেগে বলেছিলেন। কিন্তু বড় ভাই হিসেবে আমি বলতে চাই, শিল্পী সমিতি তো আছেই তুমি বিয়েটাও করো, তোমার সন্তান হোক আমরাও মামা-কাকা হই। তোমাকে অনুরোধ করি, তুমি খালাম্মার কথা শুনোনি কিন্তু আমাদের কথাটি শোনো। এবার বিয়ে করো।’

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতি সভায় জায়েদ খান কাঁদতে কাঁদতে বলেছিলেন, ‘আমার মা মৃত্যুর আগে বলে গেছেন তোমার বিয়ে করতে হবে না, তুমি শিল্পী সমিতি নিয়েই থাকো।’

জায়েদ খানের এই কথার প্রেক্ষিতে বিপরীত প্যানেলের সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে নিজেদের প্যানেল পরিচিতি সভায় এসব কথা বলেন।

আগামী ২৮ জনুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭ তম নির্বাচন। এবারের

নির্বাচনে লড়ছে দুইটি প্যানেল। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন মিশা সওদাগর ও জায়েদ খান। আরেকটি প্যানেলের নেতৃত্বে আছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুন।

Exit mobile version