ভারী তুষারপাতে অচল তুরস্কের শহর ইস্তাম্বুল। বরফ পরিষ্কার এবং গুরুতর অসুস্থদের হাসপাতালে পৌঁছাতে কাজ করছে দেশটির সেনাবাহিনী।
বুধবার (২৬ জানুয়ারি) ভোর পর্যন্ত আড়াই ফুটের বেশি তুষারপাত রেকর্ড করেছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার থেকে যান চলাচলের ওপর আরোপিত হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা। বন্ধ করা হয়েছে সব শিক্ষা-প্রতিষ্ঠান এবং শপিং মল। জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন শহরের গর্ভনর। ছিন্নমূলদের আশ্রয়ে ৭১টি মসজিদ খুলে দিয়েছে ইস্তাম্বুল প্রশাসন।
এদিকে, প্রায় একদিন স্থগিত থাকার পর ইস্তাম্বুল আন্তর্জাতিক এয়ারপোর্টের একটি টার্মিনাল সীমিত পরিসরে চালু হয়েছে। গতিপথ পাল্টানো হচ্ছে অনেক ফ্লাইটের। তাতে ভোগান্তিতে পড়েছেন হাজার-হাজার যাত্রী। আগামী কয়েকদিনে বহাল থাকবে এই বৈরী আবহাওয়া।
আরও পড়ুন: প্রথমবারের মতো দিনে পাঁচ লাখের ওপর সংক্রমণ দেখলো ফ্রান্স
জেডআই/

