Site icon Jamuna Television

সালমানের ফার্ম হাউজে তারকাদের কবর দেয়া হয়, অভিযোগ প্রতিবেশীর

ছবি: সংগৃহীত।

মহারাষ্ট্রের পানভেলেতে ১৫০ একর জমিতে রয়েছে সালমান খানের বাগানবাড়ি। বিশাল এই বাগানবাড়ি এর আগে নানা কারণে শিরোনামে উঠে এসেছে। তবে এবার এই ফার্ম হাউজটিকে ঘিরেই সালমানের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ আনলেন কেতন কক্কর নামের এক প্রতিবেশী। তার দাবি, বাগানবাড়ির মধ্যে সালমান অনেক বলিউড তারকার মরদেহ মাটি চাপা দিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

সালমানের এই প্রতিবেশীর সাথে আইনি লড়াই চলছে বেশ কিছু দিন ধরে। নিজের প্রতিবেশীর নামেই মানহানির মামলা করেছেন সালমান খান। তার অভিযোগ, সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে কেতন তার ধর্মপরিচয় নিয়ে কটূক্তি করেছেন। অভিযুক্ত প্রতিবেশী কেতনও তাকে ‘ডি গ্যাং’ এর মুখপাত্র বলে দোষারোপ করেছেন। সেই সাথে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সাথে অভিনেতার আঁতাত আছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন:

সর্বশেষ কেতন কক্কর আদালতে অভিযোগ তুলেছেন, ফার্মভিলে বলি অভিনেতার মৃতদেহ কবর দেওয়া হয় গোপনে। এমনকি সালমানের বিরুদ্ধে তিনি শিশু পাচারের অভিযোগও আনেন। এখনও চলছে তাদের আইনি লড়াই। ইউটিউব থেকে কেতনের সেই সাক্ষাৎকারের ভিডিও মুছে দিতে দাবি জানিয়েছেন সালমান খান।

এসজেড/

Exit mobile version