Site icon Jamuna Television

সাংবাদিককে অকথ্য ভাষায় গালি দেয়ার ঘটনায় বাইডেনের দুঃখপ্রকাশ

সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ কথা জানিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের খবর।

সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, ফক্স নিউজের ওই সাংবাদিককে ডেকে কথা বলেছেন বাইডেন। ক্ষমা চেয়ে তাকে জানিয়েছেন, এটি ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না।

সোমবার (২৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ফক্স নিউজের সাংবাদিক পিটার ডকির এক প্রশ্নে ক্ষেপে যান জো বাইডেন। এমনকি গালিও দিয়ে বসেন তাকে। মাইক্রোফোন সক্রিয় থাকায় তা শুনতে পান উপস্থিত সবাই। এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট।

Exit mobile version