Site icon Jamuna Television

প্রস্তাবিত ইসি গঠন আইন নিয়ে সবার মধ্যে অবিশ্বাস রয়েছে: শামসুল হুদা

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা। ফাইল ছবি

প্রস্তাবিত নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে সবার মধ্যে অবিশ্বাস রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সিইসি এটিএম শামসুল হুদা। সময় নিয়ে স্বচ্ছ আইন করার তাগিদ দিয়েছেন তিনি।

বুধবার (২৬ জানুয়ারি) সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত নির্বাচন কমিশন নিয়োগ আইন নিয়ে অনলাইন আলোচনায় এই মন্তব্য করেন শামসুল হুদা।

এটিএম শামসুল হুদা বলেন, জবাবদিহিতা ছাড়া কোনো কিছু করা হলে তা আস্থা অর্জনে ব্যর্থ হবে। আর সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেনের মতে, আলোচনা ছাড়াই ইসি গঠন আইন হলে বিতর্ক চলবেই। জনগণকে না জানিয়ে একরকম অগোচরেই নির্বাচন কমিশন নিয়োগ আইন করার উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

ড. এম সাখাওয়াত হোসেন আরও বলেন, দেশে অনেক যোগ্য লোক আছে। তাদের কমিটিতে আনতে হবে। এছাড়া সার্চ কমিটির সুপারিশগুলো জনসম্মুখে প্রকাশের দাবিও জানানো হয়।

অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, কেবল নির্বাচন কমিশনে নয়, নির্বাচনকালীন সরকারের মৌলিক কাঠামোতে পরিবর্তন না এলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

Exit mobile version