ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্রে তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিলেই পরমাণু চুক্তি পুনরুদ্ধার সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রঈসি। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ কথা বলেন তিনি।
এ সময় ইব্রাহিম রঈসি জানান, কার্যকর চুক্তির নিশ্চয়তা পেলেই কেবল ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনায় বসবে তেহরান। তিনি দাবি করেন, সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চান তারা। তবে কেউ বিরোধ তৈরি করলে উপযুক্ত জবাব দেয়া হবে।
পরমাণু চুক্তি নিয়ে গত এপ্রিল থেকে ভিয়েনায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলছে পরোক্ষ আলোচনা। ২০১৮ সালে তৎকালীন ট্রাম্প প্রশাসন ছয় বিশ্বশক্তির সাথে ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরই শুরু হয় টানাপোড়েন। একের পর এক মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত হয় ইরানের অর্থনীতি। জবাবে চুক্তির শর্ত ভেঙে পরমাণু কর্মসূচি চালিয়ে যায় দেশটি।
এসজেড/
Leave a reply