Site icon Jamuna Television

কমনওয়েলথ গেমসে রৌপ্য জিতেছেন শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি

২১তম কমনওয়েলথ গেমসে প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। স্বর্ণের আশা জাগিয়েও শেষ পর্যন্ত শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতেছেন বাংলাদেশের শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি। শেষ শটে অস্ট্রেলিয়ার স্যাম্পসনের চেয়ে পয়েন্ট ৪ কম স্কোর করায় স্বর্ণ হাতছাড়া হয়েছে বাকির।

কমনওয়েলথে আশার ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলে শুরু থেকেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল্লাহ হেল বাকি। ২৪ রাউন্ডের খেলায় বেশ কয়েকবার শীর্ষে উঠে আসেন এই শ্যুটার। ১৬তম রাউন্ডে থেকে স্বর্ণের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় অস্ট্রেলিয়ার থম্পসন. ভারতের রাভি কুমার আর আব্দুল্লাহ হেল বাকির মধ্যে। ১৬ রাউন্ড শেষে  রাভি কুমার শীর্ষে থাকলেও ২১ তম রাউন্ড শেষে ২০৪.৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে ছিটকে যান কুমার। শেষ রাউন্ডে স্যাম্পসনের বাজে শটে বাকির সম্ভাবনা উজ্জল জয়। স্বর্ণ জয়ের জন্য ১০.১ স্কেরের প্রয়োজন হলেও ৯.৭ স্কোর করতে সমর্থ হন বাকি। ২০১৪ কমনওয়েলথ গেমসেও রৌপ্য জিতেন বাকি।

Exit mobile version