Site icon Jamuna Television

শাবিপ্রবির ভিসির পদত্যাগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

শাবিপ্রবির ভিসির পদত্যাগের দাবিতে মানববন্ধন ও শিক্ষার্থী বিক্ষোভ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদন:

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা। একই সাথে তারা ভিসির পদত্যাগ দাবি করেন।

বুধবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে ভিসির অপসারণ চেয়ে আন্দোলনে সংহতি প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

শাবিপ্রবির শিক্ষার্থী জাকিয়া জান্নাতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহইয়ী সারদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রাফিদি ইসলাম, তামান্না ইসলাম তিথি, ঢাকা মেডিকেল কলেজের মো. রাফি, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসীর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. আশিক এবং হোমায়রা হিমু প্রমুখ।

আরও পড়ুন: নওগাঁয় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, সাবেক পুলিশ সদস্যের দুই ছেলে গ্রেফতার

এসময় বক্তারা বলেন, জাফর ইকবাল স্যারের আহ্বানে আন্দোলনরত ২৮ জন শিক্ষার্থী অনশন থেকে সরে দাঁড়িয়েছে। তবে অনশন থেকে সরে দাঁড়ালেও ভিসির পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

এসজেড/

Exit mobile version