নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন একজন; গুরুতর আহত হয়েছেন আরও চার ফায়ার ব্রিগেড কর্মী।
নিউইয়র্ক ফায়ার ব্রিগেড জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে টাওয়ারের ৫০তম তলায় আগুন লাগার খবর জানানো হয়। তারা পৌঁছানোর আগেই অনেকটা অংশে ছড়িয়ে পড়ে আগুন। ফায়ার ব্রিগেডের ৩৬টি ইউনিট একযোগে কাজ করে। নিরাপদে টাওয়ার থেকে বের করে আনে কয়েক হাজার মানুষকে।
কিন্তু, ক্ষতিগ্রস্ত হয় ভবনের দুটি তলা ও সেখানকার ৩টি বাণিজ্যিক অফিস। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের সময় ওয়াশিংটনে অবস্থান করছিল পুরো ট্রাম্প পরিবার। মূলত ছেলে ব্যারনের স্কুলের কারণেই নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারের বাড়িতে থাকেন ফার্স্ট লেডি ম্যালানিয়া।

