Site icon Jamuna Television

দুবাই এক্সপোতে হামলার হুমকি দিলো হুতিরা

দুবাই এক্সপোতে হামলার হুমকি দিয়েছেন হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শরি।

এবার দুবাই এক্সপোতে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর আগে, ১৭ জানুয়ারি এবং ২৪ জানুয়ারি আবুধাবি ও দুবাইয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুতিরা। খবর ইয়েমেনফিডের।

টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় জেনারেল শরি।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) এক টুইটে হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শরি বলেন, ইয়েমেনের ওপর আমিরাতের হামলা বন্ধ না হলে দুবাই এক্সপো আমাদের পরবর্তী লক্ষ্য হতে পারে। আমরা আপনাদের উদ্দেশ্য পরিবর্তনের পরামর্শ দিচ্ছি, না হলে ক্ষতিগ্রস্ত হবেন।

জেনারেল শরির এ টুইটকে আমিরাত সরকার এবং দুবাই এক্সপোর বিদেশি অংশগ্রহণকারী সবার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।

/এসএইচ

Exit mobile version