Site icon Jamuna Television

ঘরে ঘরে গাঁজা চাষের অনুমতি দিচ্ছে থাইল্যান্ড

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের মাদক নিয়ন্ত্রণ অধিদফতর মাদকদ্রব্যের তালিকা থেকে গাঁজাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এই সিদ্ধান্তের কারণে এখন থেকে দেশটির ঘরে ঘরে গাঁজা চাষে সবুজ সংকেত পাওয়া গেলো।

সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ড প্রথম রাষ্ট্র, যেখানে ২০১৮ সালে মেডিকেল ব্যবহার ও গবেষণার জন্য গাঁজার বৈধতা দেয়া হয়। দেশটির মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের নতুন সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ঘরে ঘরে গাঁজা চাষের বৈধতা আসতে পারে।

আরও পড়ুন: নারীর জিহ্বায় লাগানো হলো উরুর পেশি! তারপর ঘটলো আশ্চর্য ঘটনা

থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানান, ঘরে ঘরে গাঁজা চাষের বৈধতার জন্য অপেক্ষা করতে হবে সরকারি সিদ্ধান্তের। তবে, বাণিজ্যিকভাবে বাড়িতে গাঁজা চাষ করা যাবে না এবং এর জন্য প্রয়োজন হবে লাইসেন্সের।

থাইল্যান্ডের রাজ পরিবারের গেজেট ছাড়া গাঁজা বিষয়ক এই আইন কার্যকর হবে না। সেইসাথে যদি গেজেট জারি হয়, সেক্ষেত্রে ১২০ দিন পর ঘরে ঘরে গাঁজা চাষ বৈধ হবে। এদিকে, চলতি সপ্তাহে থাইল্যান্ডের পার্লামেন্টে গাঁজার বৈধতার বিষয়ে একটি প্রস্তাবনা তুলবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

/এনএএস

Exit mobile version