Site icon Jamuna Television

সিরিয়ার দুমা’য় রাসায়নিক হামলায় নিহত ৭০

সিরিয়ার দুমা’য় বিমান হামলায় প্রাণ হারিয়েছে শিশুসহ ৭০ জনের বেশি। হামলায় বিষাক্ত রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে- এমন দাবি স্বেচ্ছাসেবক সংস্থা- হোয়াইট হেলমেটসে।

সংস্থাটি’র প্রধান রা’দ আল সালেহ জানান, শতাধিক মানুষ বিষাক্ত কোন রাসায়নিকের প্রভাবে শ্বাসকষ্টে ভুগছেন। নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামও। তাই নিহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। চিকিৎসকের দাবি এটি ক্লোরিন গ্যাস বা তারচেয়ে শক্তিশালী কোন রাসায়নিক গ্যাস হামলা।

এদিকে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সংবাদে দুমা’র বিমান হামলার সাথে সরকারি বাহিনীর সম্পৃক্ততার খবর অস্বীকার করা হয়েছে। গেলো মাসেই আসাদ জোট ঘৌতার নিয়ন্ত্রণ নেয়। কিন্তু দুমা’য় এখনও আটকা পড়ে আছেন এক লাখের বেশি মানুষ।

Exit mobile version