Site icon Jamuna Television

মরণোত্তর ‘পদ্ম বিভূষণ’ পাচ্ছেন বিপিন রাওয়াত

ছবি: সংগৃহীত

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্ম বিভূষণ’ পাচ্ছেন দেশটির প্রয়াত চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। দেশটির প্রজাতন্ত্র দিবসে এসেছে এ ঘোষণা।

গেলো বছরই, হেলিকপ্টার দুর্ঘটনায় স্বস্ত্রীক প্রাণ হারান জেনারেল বিপিন রাওয়াত। এ ছাড়া, কংগ্রেসের জনপ্রিয় নেতা গুলাম নবী আযাদ এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তবে সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য প্রত্যাখ্যান করেছেন পদ্মভূষণ সম্মাননা। এছাড়া, করোনা টিকা প্রস্তুতকারক কৃষ্ণ ও সুচিত্রা এল্লা, সাইরাস পুনেওয়ালা, মাইক্রোসফটের ভারতীয় বংশোদ্ভুত সিইও সত্য নাদেলা এবং গুগলের সিইও সুন্দর পিচাইকে ভূষিত করা হবে পদ্মভূষণে।

আরও পড়ুন: পদ্মশ্রী পুরস্কার প্রত্যাখ্যান করলেন সন্ধ্যা মুখোপাধ্যায়

এ বছর, ১৩০ জনকে দেয়া হবে পদ্ম পুরস্কার। তার মধ্যে চারজন পাচ্ছেন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ এবং ১০৭ জন পদ্মশ্রী। এ বছর, দেয়া হচ্ছে না সর্বোচ্চ সম্মাননা ‘ভারত রত্ন’।

আরও পড়ুন: পদ্মভূষণ পুরস্কার প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য

Exit mobile version