Site icon Jamuna Television

বিবাহবার্ষিকীতে ছুটি থাকবে, তারিখ দেখে বিয়ে করলেন এই নায়ক-নায়িকা

নিজেদের জন্মদিনেও সবসময় ছুটি নেয়া হয় না, কিন্তু বিবাহবার্ষিকীতে ছুটি অবশ্যই চান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী এবং অভিনেতা সুদীপ সরকার। এমন সিদ্ধান্ত থেকে প্রজাতন্ত্র দিবসে বুধবার (২৬ জানুয়ারি) তাদের পাঁচ মাসের প্রেম আইনি বন্ধনে বাঁধা পড়েছে। এদিন দুপুরে কলকাতার এক হোটেল ভাড়া করে বিয়ে করলেন এই যুগল।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫৫ জন অতিথির উপস্থিতিতে আংটি বদল, সিঁদুরদান ও মালাবদল হয়েছে অনিন্দিতা-সুদীপের। বিয়েতে খাবারের মেন্যু বাঙালি খাবারে ঠাঁসা ছিল। মেন্যুতে ছিল সাদা ভাত, ডাল, তরকারি, ঘিয়ে আলুভাজা, খাসির মাংস, মুরগি, চাটনি, রসগোল্লা, আইসক্রিম ইত্যাদি।

অনিন্দিতা জানিয়েছেন, ইচ্ছে করেই এই তারিখটা বেছে নিয়েছেন। সারা জীবন যেন তাদের বিবাহবার্ষিকীতে কেউ কাজে ডাকতে না পারে।

/এমএন

Exit mobile version