Site icon Jamuna Television

কানাডায় স্কুল প্রাঙ্গণে মিললো ৯৩টি শিশুর কবর

ছবি: সংগৃহীত

কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার সেন্ট জোসেফ মিশন রেসিডেনশিয়াল স্কুলের প্রাঙ্গণে ৯৩টি কবরের সন্ধান পাওয়া গিয়েছে। উদ্ধার হওয়া দেহাবশেষ সেদেশের আদিবাসী রেড ইন্ডিয়ান শিশুদের বলে ধারণা করা হচ্ছে। এর আগেও কানাডায় এ ধরণের শত শত কবরের সন্ধান পাওয়া গেছে।

আরও পড়ুন: সিরিয়ার কারাগারে শ্বাসরুদ্ধকর অভিযান, জিম্মিদের উদ্ধার

ফ্রান্স২৪’র প্রতিবেদনে বলা হয়, মূল আদিবাসীদের দমন করে কানাডায় বসতি স্থাপনকারীরা আদিবাসী এসব শিশুকে নির্মমভাবে হত্যার পর সেখানে তাদেরকে গণকবর দিয়েছিল। কানাডার আবাসিক স্কুলগুলোতে বোর্ডিং প্রয়োজন ছিল। ১৯ ও ২০ শতকে এসব স্কুল পরিচালনা করত সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ। এসব স্কুলে জোর করে আদিবাসী কিশোর-তরুণদের রাখা হতো।

/এনএএস

Exit mobile version