Site icon Jamuna Television

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে কূটনৈতিক প্রত্যাহার

দায়িত্বরত অবস্থায় অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব মুহাম্মদ সানিউল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে। গত ১৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সদর দফতরে বদলির কথা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মাহমুদুল হক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সানিউল কাদেরকে দ্রুত দায়িত্বভার ত্যাগ করে ঢাকায় প্রত্যাবর্তনের অনুরোধ করা হয়।

জানা গেছে, ইতোমধ্যে ওই কূটনৈতিক বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। প্রায় এক বছর আগে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব হিসেবে যোগ দেন সানিউল কাদের।

Exit mobile version