Site icon Jamuna Television

সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে মামলা

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে ভারতের মুম্বাই পুলিশ। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, প্রযোজক সুনীল দর্শন এর অভিযোগের ভিত্তিতে বুধবার (২৬ জানুয়ারি) সুন্দর পিচাইসহ ছয়জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। খবর এবিপি আনন্দ এর।

প্রতিবেদনে জানানো হয়েছে, ইউটিউবে অনেকে সুনীল দর্শনের সিনেমা ‘এক হাসিনা থি এক দিওয়ানা থা’ আপলোড করেছেন। কিন্তু এই সিনেমার স্বত্ব কাউকে দেয়া কিংবা বিক্রি করেনি বলে দাবি করেছেন এই পরিচালক। ইউটিউবে একাধিক ব্যক্তিকে এই সিনেমা উপলোড করতে দেয়ার অভিযোগের ভিত্তিতেই মামলাটি হয়েছে।

অন্যদিকে মুম্বাই পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে সুন্দর পিচাই এবং গুগলের আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

Exit mobile version