Site icon Jamuna Television

আবারও করোনায় আক্রান্ত হলেন পরিবেশমন্ত্রী

ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন তিনি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, মন্ত্রীর কোভিড ১৯ এর উপসর্গ থাকায় বুধবার (২৬ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) তার নমুনা জমা দেয়া হয়। আর বৃহস্পতিবার মন্ত্রীর করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। মন্ত্রী উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানানো হয়েছে প্রেস ব্রিফিংয়ে। পরিবেশমন্ত্রী রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, পরিবেশমন্ত্রী ইতোপূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১২ আগস্ট হতে ২০ আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

/এসএইচ


Exit mobile version