Site icon Jamuna Television

এবার জোড়া ব্যালাস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলীয় অঞ্চলে আরও দুটি সন্দেহজনক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে- বলে অভিযোগ দক্ষিণ কোরিয়ার। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) উত্তর কোরিয়ার জোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেন। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সিউল বলেছে, উত্তর কোরিয়ার ছোড়া স্বল্প পাল্লার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির পূর্ব উপকূলীয় সাগরে পড়েছে।

দক্ষিণ কোরিয়ার জেসিএস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৮টার কিছুক্ষণ পর ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার শহর হামহুং ও কাছাকাছি জায়গা থেকে ছোড়া হয়। ক্ষেপণাস্ত্র দুটি ২০ কিলোমিটার উচ্চতায় ১৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে বলে জানিয়েছে জেসিআই।

প্রসঙ্গত, ২০২২ এর জানুয়ারিতে উত্তর কোরিয়া ক্রুজ, ব্যালাস্টিক এবং হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, মিসাইল পরীক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্রের থেকে ছাড় আদায়ের পুরোনো কৌশলে ফেরার পরিকল্পনা কিম জং উনের।

/এসএইচ

Exit mobile version