Site icon Jamuna Television

শনিবার কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

কোয়ার্টার ফাইনালে ভারতকে হারাতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ যুবারা। হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের দুই ম্যাচে জয় তুলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল। এমনটাই বলছেন ব্যাটার নওরোজ প্রান্তিক।

অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শনিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে সম্ভাব্য সেরা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ যুবারা।

গত বিশ্বকাপের ফাইনালের মতো আবারও ভারতকে হারাতে চায় রকিবুল হাসানের দল। কোয়ার্টার ফাইনালের আগে অ্যান্টিগায় বুধবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

ইউএইচ/

Exit mobile version