Site icon Jamuna Television

রাতে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

ছবি: সংগৃহীত

রাতে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত তিনটায়। এছাড়া ভোর ৬টা ১৫ মিনিটে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান ব্রাজিলের। তাদের প্রতিপক্ষ টেবিলের তিনে থাকা ইকুয়েডর। দুই দলের ৩৪ দেখায় ২৭ বার জয় পেয়েছে সেলেসাও’রা। মাত্র দু’টি জয় ইকুয়েডরের নামের পাশে। ইনজুরির কারণে থাকছেন না নেইমার। নিষেধাজ্ঞা আছে ফাবিনহো, লুকাস পাকুয়েটার ওপর। তবে একাদশে ফিরতে পারেন দানি আলভেজ।

এদিকে মেসিকে ছাড়াই মাঠে নামবে আর্জেন্টিনা। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে দলটি। প্রতিপক্ষ চিলি ১ ম্যাচ বেশি খেলে ১৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ছয় নম্বরে। মেসির না থাকাকে বড় সুযোগ হিসেবে নিচ্ছে চিলি। বিশ্বকাপ বাছাইপর্ব উৎরাতে এই সুযোগ কাজে লাগাতে চায় তারা।

ইউএইচ/

Exit mobile version