Site icon Jamuna Television

দেশের মানুষের কাছে নির্বাচন কমিশন আইন গ্রহণযোগ্য হয়নি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

শুধু বিএনপি নয়, দেশের কোনো মানুষের কাছে নির্বাচন কমিশন আইন গ্রহণযোগ্য হয়নি, হবেও না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, যে সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না সেই সংসদের নির্বাচন কমিশন আইন পাস করার কোনো এখতিয়ার নেই। এই আইন দেশের মানুষ মানবে না। বাকশাল গঠন করেও শেষ রক্ষা হয়নি, তেমনি ইসি গঠনে আইন করেও শেষ রক্ষা হবে না।

Exit mobile version