Site icon Jamuna Television

৯০ দিনের নির্বাচন ৬৯০ দিনে করেছে শামসুল হুদা কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা

অস্বাভাবিক সরকারের সময় এ টি এম শামসুল হুদা ৯০ দিনের নির্বাচন ৬৯০ দিনে করেছেন বলে অভিযোগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠনের আয়োজনে ‘আরএফইডি টক উইথ কে এম নূরুল হুদা’ অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, নিয়ম না মেনে বদিউল আলম মজুমদারকে নিয়োগ দেয়া হয়েছিলো। অথচ তার বিরুদ্ধে ১ কোটি টাকার বেশি অনিয়মের অভিযোগ ছিলো। এছাড়া বদিউল আলম বিভিন্ন সময় নানা ধরনের তদবির নিয়ে ইসিতে যান বলেও অভিযোগ করেন প্রধান নির্বাচন কমিশনার।

Exit mobile version