Site icon Jamuna Television

ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহতের ঘটনায় ঘাতক গ্রেফতার

রাজধানীর বেইলি রোডে বেপরোয়া ট্রাকের চাপায় নূর আলম নামের এক ভ্যানচালক মারা যাওয়ার ঘটনায় ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৬ জানুয়ারি) রাতে ঘাতক ট্রাক চালক মো. জসিম উদ্দিনকে চট্টগ্রামের চাঁদগাও এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।

সোমবার (২৪ জানুয়ারি) ভোরে বেইলি রোডে বেপরোয়া গতির সিমেন্ট বোঝাই একটি ট্রাক ডিম বহনকারী দুটি ভ্যানকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ভ্যান চালক নূর আলম। এই ঘটনায় তুহিন নামের আরও এক ভ্যান চালক আহত হয়েছিলেন।

Exit mobile version