Site icon Jamuna Television

মুখে মাস্ক পরতে কাউকে বাধ্য করা হবে না ইংল্যান্ডে

সংগৃহীত ছবি

ইংল্যান্ডে মুখে মাস্ক পরতে কাউকে বাধ্য করা হবে না, কোভিড পাস দেখাতেও আইনত কেউ বাধ্য থাকবেন না। বিবিসির খবর।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) থেকে করোনাভাইরাস সংক্রান্ত নিয়ম শিথিল করেছে দেশটির সরকার।

ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, টিকাদানে সাফল্য আসায় ও করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি নিয়ে মানুষের ভালো বোঝাপড়া তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাস্ক পরার বিষয়টি এখন যার যার ব্যক্তিগত বিচারবুদ্ধির ওপর নির্ভর করবে।

লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, লন্ডন সার্ভিসের পরিবহনগুলোতে মাস্ক পরাটা বাধ্যতামূলক থাকবে। সবাইকে ঠিক কাজটি করার আহ্বান জানান তিনি।

Exit mobile version