Site icon Jamuna Television

ভারতে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

ছবি: সংগৃহীত

মাত্র একদিনের ব্যবধানে ভারতে সংক্রমণ শনাক্তের হার ১৬ থেকে ২০ শতাংশে পৌঁছালো। বুধবারও তিন লাখের কাছাকাছি মানুষের শরীরে মেলে করোনাভাইরাস।

এদিন করোনায় মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। দেশটিতে মোট প্রাণহানি পাঁচ লাখের কাছাকাছি।

জাতীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, দুই কোটি ২০ লাখের বেশি সক্রিয় কেস রয়েছে ভারতে। অর্থাৎ, শনাক্ত হওয়া পাঁচ দশমিক ৪ শতাংশ রোগী এখনও ভাইরাসটি বিস্তারে সক্ষম। একইসাথে দেশটিতে কমে এসেছে রোগী সুস্থতার হারও। হু হু করে বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা। অথচ দেশটির ৭২ শতাংশ মানুষ পেয়েছেন পূর্ণ ডোজ ভ্যাকসিন।

তাছাড়া ১৫ থেকে ১৮ বছরের ৫২ ভাগ শিশু গ্রহণ করেছে করোনার টিকা। মহামারির বর্তমান ওয়েভে সবচেয়ে বিপর্যস্ত দক্ষিণের রাজ্যগুলো। এরপরই রয়েছে মহারাষ্ট্র, হরিয়ানা ও নয়াদিল্লির অবস্থান।

ইউএইচ/

Exit mobile version