Site icon Jamuna Television

বাণিজ্য মেলায় ভিড় আছে, বেচাকেনা নেই

শেষ মুহূর্তে বাণিজ্য মেলায় ভিড় থাকলেও তেমন একটা বেচাকেনা নেই। তুলনামূলক ভিড় বেশি দেখা গেছে প্যাকেটজাত খাদ্যদ্রব্যের স্টলে। আর ফার্নিচারের স্টলগুলোতে ভিড় কম দেখা গেছে। স্টলে- স্টলে দেয়া হচ্ছে বিভিন্ন কম্বো ও ফ্রি অফার। সামনের বছর মেলা আরও জমজমাট হবে এমনটাই আশা সবার।

বাণিজ্য মেলা শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন। আগের থেকে ভিড় বাড়লেও বিক্রি সে হারে বাড়েনি। এই শীতকালেও আইসক্রিমের স্টলগুলোয় লোক সমাগম ছিল চোখে পড়ার মতো।

করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও মেলায় আগত অনেকের মধ্যেই স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে। মুখের বদলে মাস্ক পকেটে রেখে কিংবা নাকের নিচে পরে চলাফেরা করেছে মেলায় আসা অধিকাংশ মানুষ।

এ বছরের বাণিজ্য মেলা শীতকালীন বৃষ্টির সাক্ষী হয়েছে। এ কারণে মেলায় খোলা আকাশের নিচের স্টলগুলোয় আগের চেয়েও কমে গেছে কেনাবেচা। নতুন ভেন্যুতে আগামী বছর মেলা আরও জমবে এমনটাই আশা সবার।

Exit mobile version