Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।

আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক ঝড়ো ইনিংস খেলেন প্রোটিয়া ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। তার ৮৮ বলে ৯৭ রানে দ্বিতীয়বারের মতো নার্ভাস নাইন্টিনে কাটা পড়েন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে উইকেটরক্ষক ব্যাটার জেরার্ডাস মারির ২৭ ও ম্যাথু বোস্টের ২২ রানে ভর করে ২০৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন রেহান আহমেদ ও দুটি করে উইকেট নিয়েছেন জশ বয়ডেন ও জেমস সেলস।

আরও পড়ুন: ভোরে চিলির মুখোমুখি আর্জেন্টিনা

জবাবে জ্যাকব বেথেল ও জর্জ থমাসের উদ্বোধনী জুটিতে ১১০ রান করলে ভালো শুরু পায় ইংল্যান্ড। ১৯ রান করে ফেরেন থমাস ও বেথেল ফেরেন ৮৮ রান করে। এরপর পাঁচ নম্বরে নামা উইলিয়াম লাক্সটনের ৪৭ রানের অপরাজিত ইনিংসে ১১২ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ইংলিশরা।

আরও পড়ুন: হাই স্কোরিং ম্যাচে জয় পেয়ে সিরিজে লিড নিলো উইন্ডিজ

Exit mobile version