Site icon Jamuna Television

ফ্যাশন শোতে ঘোড়ায় চড়ে রাজকুমারীকে আনলো শ্যানেল

ছবি: সংগৃহীত

ফ্যাশন শোর রানওয়েতে ঘোড়ায় চড়ে সত্যিকারের রাজকুমারীকে এনে চমক দেখালো শ্যানেল। ফ্রান্সের বিশ্ব বিখ্যাত এই ব্র্যান্ড তাদের সবশেষ পণ্য উপস্থাপনের অংশ হিসেবে মোনাকো রাজপরিবারের প্রিন্সেস শালর্ট ক্যাসিরাঘিকে বানায় ঘোড়ার সওয়ারী।

মোনাকোর এই প্রিন্সেসই ছিলেন শ্যানেল ফ্যাশন আয়োজনের শো-স্টপার। একই সাথে, তিনি প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূতও। তাই, প্রিন্সেস শালর্ট ক্যাসিরাঘির প্রবেশও ছিল রাজকীয়। তাছাড়া এই প্রিন্সেস প্রতিযোগিতামূলক স্নো জাম্পিংয়েও দক্ষ। অন্যান্য মডেলরা অবশ্য ক্যাটওয়াকের মাধ্যমেই তুলে ধরেন প্রতিষ্ঠানটির নতুন কালেকশন। পোশাকের নকশা ও কাটছাটে নতুনত্বের পাশাপাশি ছিল বসন্ত ও গ্রীষ্মকালের আমেজ।

আরও পড়ুন: ৬৬ বছর বয়সে ১২৯ সন্তানের পিতা!

শ্যানেল জ্যাকেট ও কালো হেলমেট পরিহিত শালর্ট ক্যাসিরাঘি ঘোড়ায় চড়ে পুরো রানওয়ে প্রদক্ষিণ করার সময় চলছিল সেবাস্টিয়েন টেলিয়ারের লাইভ মিউজিক। মারগট রবি, ফেরেল উইলিয়ামস, ভোগ ম্যাগাজিনের এডিটর ইন চিফ অ্যানা উইন্টোরসহ অনেকেই ছিলেন দর্শক সারিতে।

আরও পড়ুন: নিলামে উঠছে রহস্যময় কালো হীরা

Exit mobile version