Site icon Jamuna Television

দেশের সব অধস্তন আদালতের বিচারকাজ পর্যবেক্ষণে কমিটি

দেশের আটটি বিভাগের অধস্তন আদালতগুলোর বিচারকাজ পর্যবেক্ষণের জন্য ৮ জন বিচারপতিকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বুধবার (২৭ জানুয়ারি) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এছাড়া পর্যবেক্ষণের দায়িত্বে করা আটটি কমিটিতেই প্রত্যেক বিচারপতিকে সাচিবিক সহায়তা করার জন্য সুপ্রিম কোর্টে কর্মরত আট জন কর্মকর্তাকে বিভাগ অনুযায়ী দায়িত্ব দেয়া হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট ডিভিশন রুলস) ১৯৭৩ অনুযায়ী অধস্তন আদালতে পর্যবেক্ষণ কমিটি গঠনের তথ্য জানানো হয়। বিভাগ অনুযায়ী দায়িত্ব পাওয়া বিচারপতিরা হলেন মোস্তফা জামান ইসলাম (ঢাকা), মো. জাহাঙ্গীর হোসেন (খুলনা), জাফর আহমেদ (বরিশাল), মো. কামরুল হোসেন মোল্লা (চট্টগ্রাম), এস এম কুদ্দুস জামান (সিলেট), শাহেদ নূরউদ্দিন (রংপুর), মো. জাকির হোসেন (ময়মনসিংহ) ও মো. আখতারুজ্জামান (রাজশাহী)।

জানা গেছে, অধস্তন আদালতগুলোয় মামলার কার্যক্রমে গতি বাড়ানো এবং অনিয়ম দূর করতে বিচারকাজ পর্যবেক্ষণে এই আটটি কমিটি করা হয়েছে।

Exit mobile version