Site icon Jamuna Television

পিএসএল শুরুর আগে করাচি স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষে আগুন!

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের সপ্তম আসর শুরুর আগেই করাচি স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে সবকিছু স্বাভাবিক আছে বলে জানিয়েছে স্টেডিয়ামের কতৃপক্ষ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে হঠাৎ করেই স্টেডিয়ামে আগুন জ্বলতে দেখা যায়। পরে জানা যায়, মাঠের সীমানায় পিএসএলের জন্য বসানো অস্থায়ী ধারাভাষ্যকক্ষে লেগেছে আগুন। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রনে এনেছে দমকল বাহিনী।

আরও পড়ুন: টুইটারে খোঁজা হচ্ছে বিগ ব্যাশ ফাইনালের ক্রিকেটার, থাকছে বিয়ারের অফার

জানা গেছে, কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও পুড়ে গেছে সম্প্রচারকারী সংস্থার যন্ত্রাংশ ও বৈদ্যুতিক তার।

আরও পড়ুন: আগামী ৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবো না: তামিম ইকবাল

Exit mobile version