Site icon Jamuna Television

ডাকাতির ঘটনায় ভুক্তভোগীর মামলা কেন নেয়া হলো না জানতে চেয়েছেন আইজিপি

আইজিপি বেনজীর আহমেদ। ফাইল ছবি

ডাকাতির ঘটনায় ভুক্তভোগী ডা. শফিকের মামলা কেন নেয়া হলো না জানতে চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পুলিশ সপ্তাহ উপলক্ষে কর্মকর্তাদের সাথে অভ্যন্তরীণ সভায় ডা. শফিকের মামলা না নেয়ার বিষয়ে কর্মকর্তাদের জিজ্ঞাসা করেন তিনি। এসময় দ্রুত মামলা নেয়ার নির্দেশ দেন আইজিপি।

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, ডাকাতির ঘটনা শুরুর জায়গা ঢাকা জেলার অধীনে হওয়ায় মামলা নেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুটি থানা। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা তাদের ব্যাখ্যা দেন। কর্মকর্তারা জানান, ঘটনা তদন্ত ও ডাকাতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে কর্মস্থল টাঙ্গাইলে যাওয়ার সময় দূরপাল্লার বাসে ডাকাতের কবলে পড়েন ডা. শফিকুল ইসলাম। ১০ ঘণ্টা নির্মম নির্যাতনের শিকার হয়ে রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানা গেলে কোনো থানাই মামলা নেয়নি তার। এ নিয়ে সংবাদ প্রচার করেছিল যমুনা টেলিভিশন।

Exit mobile version