Site icon Jamuna Television

বিএনপি লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে: প্রধানমন্ত্রী

সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি যুক্তরাষ্ট্রে লবিস্ট ফার্ম নিয়োগ দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লবিস্ট নিয়োগের ওই অর্থ কোথায় থেকে এসেছে তা জানতে চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা এবং ১৬তম অধিবেশনের সমাপনী আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনই প্রমাণ করে আওয়ামী লীগ সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে। এছাড়া করোনা শনাক্ত ও মৃত্যু হার বেড়ে যাওয়ায় উদ্বেগ জানান প্রধানমন্ত্রী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ বিলে বিরোধী দলের ২২টি সংশোধনী গ্রহণ করা হয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version