Site icon Jamuna Television

করোনা পজেটিভ হওয়ায় গর্ভবতী নারীকে ফিরিয়ে দিলো হাসপাতাল

ছবি: সংগৃহীত

করোনা আক্রান্ত হওয়ায় এক গর্ভবতী নারীকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। ভারতের তেলাঙ্গানার নাগারকুর্নুল জেলার আচামপেটে এক সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নিমাল্লা লালাম্মা নামের উপজাতি ওই নারী মঙ্গলবার (২৫ জানুয়ারি) প্রসব বেদনা উঠলে হাসপাতালে গিয়ে পৌঁছান। ভর্তি হওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় চিকিৎসকরা তার পরীক্ষা করে দেখেন তিনি কোভিড পজেটিভ।

আরও পড়ুন: গণধর্ষণের পর চুল কেটে জুতার মালা পরিয়ে রাস্তায় ঘোরানো হলো তরুণীকে

পরে তাকে নাগারকুর্নুলের আরেকটি সরকারি হাসপাতালে রেফার করে তারা। কিন্তু কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়নি। পরে ওই নারী হাসপাতাললের গেটের কাছেই রাস্তায় একটি কন্যাশিশুর জন্ম দেন। বিষয়টি জানতে পেরে হাসপাতালের কর্মীরা তাকে ভেতরে নিয়ে একটি কক্ষ দেয়।

এ ঘটনায় অবহেলা ও বৈষম্যের দায়ে তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী টি হারিশ রাও বুধবার (২৬ জানুয়ারি) হাসপাতালটির সুপারিনডেন্ট ডা. কৃষ্ণ এবং দায়িত্বরত চিকিৎসক ডা. হরি বাবুকে বরখাস্ত করেছেন।

/এনএএস

Exit mobile version