Site icon Jamuna Television

ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় আহত ৩

রাজধানীর ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্বিবদ্যালয়ের অ্যানথ্রোপলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শাহনা ফেরদৌস সীমাসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে ধানমন্ডির ২৭ নাম্বারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্টো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয় প্রাইভেট কারটিকে। এতে গুরুতর আহত হন গাড়িতে থাকা শাহনা ফেরদৌস সীমাসহ তিনজন। ঘটনার পরপরই কুরিয়ার সার্ভিসের গাড়ি চালক পালিয়ে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এডব্লিউ

Exit mobile version