Site icon Jamuna Television

এশিয়ার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো ইরান

মেহদি তারেমির একমাত্র গোলে বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করলো ইরান।

এশিয়া থেকে প্রথম দল হিসেবে ২০২২ সালের কাতার বিশ্বকাপের মূলপর্বে নিজেদের স্থান নিশ্চিত করেছে ইরান। বাছাই পর্বের ম্যাচে ইরাককে ১-০ গোলে হারিয়ে এ লক্ষ্য পুরণ করে তারা।

তেহরানে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ইরান। দীর্ঘদিন পর ইরানের জাতীয় দলে ফেরাটা স্মরণীয় করে রাখেন তারকা ফুটবলার মেহদি তারেমি। ৪৮ মিনিটে পোর্তোর এ ফরোয়ার্ডের গোলে লিড নেয় স্বাগতিকরা।

এরপর আর ম্যাচে ফেরা হয়নি ইরাকিদের। এনিয়ে টানা ৩য় আর সব মিলিয়ে ৬ষ্ঠবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো ইরান।


/এসএইচ

Exit mobile version