Site icon Jamuna Television

প্রথম নারী প্রেসিডেন্ট পেলো হন্ডুরাস

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে প্রথমবার কোনো নারী নিলেন প্রেসিডেন্টের দায়িত্ব। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) শপথ গ্রহণ করেন ৬২ বছরের জিওমারা ক্যাস্ত্রো।

জাতীয় স্টেডিয়ামে হাজারও মানুষের সামনে হয় তার অভিষেক। দেশবাসীকে তিনি ভাষণে আশ্বস্ত করেন, বিভিন্ন সংকটে জর্জরিত হন্ডুরাসের দায়িত্ব গ্রহণ করতে তিনি প্রস্তুত। তবে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা আনতে প্রয়োজনে কঠোর হবেন তিনি।

হন্ডুরাসের সরকারপ্রধান হয়ে চরম বেকারত্ব, সহিংসতা, দুর্নীতি, দুর্বল স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থার মতো নানামুখী চ্যালেঞ্জ সামলাতে হবে ক্যাস্ত্রোকে। তার ওপর অভিবাসনপ্রার্থীদের ঢল ঠেকাতে রয়েছে যুক্তরাষ্ট্রের বাড়তি চাপ।

জিওমারা ক্যাস্ত্রোর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। অভিষেকের পর ক্যাস্ত্রোর সাথে তিনিই প্রথম বৈঠক করেন।

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন ক্যাস্ত্রোর স্বামী ম্যানুয়েল জেলায়া।

/এডব্লিউ

Exit mobile version