Site icon Jamuna Television

বরিশালে ছুরিকাঘাতে যুবককে হত্যা

প্রতীকী ছবি।

বরিশাল ব্যুরো:

বরিশাল সদরের কাশিপুরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে কাশিপুরের ইছাকাঠী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত দিপু হালদার (৩৮) ওই এলাকার মুক্তিযোদ্ধা রমেন্দ্রনাথ হালদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। এ ঘটনায় ডেভিড কুডু নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ডেভিড কুডু মাদকাসক্ত হিসেবেই স্থানীয়দের কাছে পরিচিত। বৃহস্পতিবার সকালে স্থানীয় কালিমাতা মন্দির এলাকায় একটি চায়ের দোকানে বসে গালিগালাজ করছিলেন ডেভিড কুডু। এ সময় দিপু হালদার প্রতিবাদ করলে তাদের মধ্যে তর্ক হয়। এর জেরেই রাতে ডেভিড কুডু দিপু হালদারকে ছুরিকাঘাত করে।

ছুরিকাঘাতের পর স্থানীয়রা দিপু হালদারকে শের-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের পেটে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে দিপু হালদারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শের-ই বাংলা মেডিকেলের চিকিৎসকরা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার লড়াকু মোরগ আসিলের জিনোম সিকোয়েন্সিংয়ের উদ্যোগ
ইউএইচ/

Exit mobile version