Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি।

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পোস্ট করা এক টুইটে জয়শঙ্কর তার করোনায় সংক্রমিত হওয়ার খবর নিশ্চিত করেছেন। ওই টুইটে সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদের সবাইকে করোনা-সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এস জয়শঙ্কর।

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভেস লে দ্রিয়ানের সাথে এক ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন জয়শঙ্কর।

উল্লেখ্য, কিছুদিন আগে করোনায় সংক্রমিত হয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সম্প্রতি ভারতে করোনার সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৫১ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৫ দশমিক ৮৮। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২৭ জন।

/এসএইচ

Exit mobile version