Site icon Jamuna Television

ওয়াশিংটনে হোটেলে গোলাগুলির ঘটনায় নিহত ১, আহত ৪

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি হোটেলে গোলাগুলির ঘটনায় প্রাণ হারালেন একজন। বৃহস্পতিবারের হামলায় আরও ৪ জনের অবস্থা সংকটাপন্ন। হতাহতদের সবাই নারী।

পুলিশ টুইটবার্তায় জানায়, ভোর রাত পর্যন্ত ‘ডেইজ ইন’ হোটেলে পার্টি চলছিল। আবাসিক এলাকাটিতে বেশ কয়েকটি দেশের দূতাবাস আছে। হামলার খবর পেয়েই চালানো হয় অভিযান। কয়েক ঘণ্টা ঘিরে রাখা হয় হোটেলটি। সেখানে পাঁচ নারী আটকা পড়েছিলেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে একজন মারা যান।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে হামলাকারীকে এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ বলছে, হোটেল কর্তৃপক্ষের সাথে মাদক সিন্ডিকেটের যোগাযোগ রয়েছে- অতীতে এ ধরনের অভিযোগ পেয়েছিলেন তারা।

ইউএইচ/

Exit mobile version