Site icon Jamuna Television

চট্টগ্রামের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করছে খুলনা

সৌম্যের উইকেট নিয়ে শরিফুলের উদযাপন। ছবি: সংগৃহীত

শুরু হয়েছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। আজ (২৮ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের দেয়া ১৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ খবর পর্যন্ত খুলনার স্কোর ১৩.৩ ওভারে ২ উইকেটে ৮৬ রান। জয়ের জন্য এখনও খুলনার দরকার ৩৯ বলে ৫৮ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন কেনার লুইস। এরপর ৫৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন উইল জ্যাকস ও আফিফ হোসেন। জ্যাকস ২৮ ও আফিফ করেন ৪৪ রান। এ দু’জনের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টলার দলটি। ১১৬ রানে ৭ম উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ দিকে নাইম ইসলামের ২৫ রানে ভর করে ১৪৩ রানের পুঁজি পায় চট্টগ্রাম। থিসারা পেরেরা নেন ১৮ রানে ৩ উইকেট।

জবাবে আসরে শুরুটা ভালো হয়নি সৌম্য সরকারের। মাত্র ১ রান করে শরিফুলের পেসে কাটা পড়েন তিনি। এরপর আন্দ্রে ফ্লেচার ও রনি তালুকদারের জুটিতে আসে ৫০ রান। অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে লড়াই চালিয়ে যাওয়া আন্দ্রে ফ্লেচার তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।

আরও পড়ুন: দেশীয় প্রযুক্তির ডিআরএস আসছে বিপিএলে

Exit mobile version