Site icon Jamuna Television

ধর্ষণ নিয়ে পূর্ণিমার ঠাট্টা: ক্ষমা চাইতে বললেন মৌসুমী

ধর্ষণের মতো একটি জঘন্য অপরাধ নিয়ে সম্প্রতি একটি সেলিব্রেটি শো’তে অভিনেত্রী পূর্ণিমা ও খল অভিনেতা মিশা সওদাগরের ঠাট্টা-তামাশা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।

রোববার তার স্বামী ওমর সানির ফেসবুক আইডি থেকে পোস্ট করা একটি স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান। স্ট্যাটাসটিতে অন্য সেলিব্রেটিদেরও ট্যাগ করেছেন তিনি। স্পর্শকাতর বিষয়টি নিয়ে যা হয়েছে তার জন্য সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে বলেন মৌসুমী।

মৌসুমীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

প্রিয় দর্শক, আজ একজন অভিনেত্রী হয়ে নয়, একজন নারী হিসেবে আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন কয়েক দিন আগে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে ‘ধর্ষণ’ নিয়ে ঠাট্টা করা হয়েছিল।

বিষয়টি হাসি-তামাশা করার নয়। সঞ্চালিকা যেভাবে প্রশ্ন করলেন অতিথিকে আর তিনি যেভাবে উত্তর দিলেন তাতে মনে হল- আমরা যেন বোকার স্বর্গে বাস করছি।

পরবর্তীতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এবং বিভিন্ন মিডিয়ায় প্রচার হতে শুরু করল। পুরো বিষয়টি একজন নারী হিসেবে মেনে নেয়া ছিল পীড়াদায়ক।
আমরা চলচ্চিত্রে নানান রকম অভিনয় করে দর্শককে বার্তা দিয়ে থাকি। যাতে ভালোমন্দ দুটোই থাকে- শেষে জয় হয় ভালোর; পরাজয় ঘটে মন্দের।

সেসব ইতিবাচক বার্তা তুলে না ধরে সমাজের নেতিবাচক দিকগুলো টকশোতে এনে শুধু একজন বা দুজনকে নয় পুরো নারী জাতিকে অপমান করা হয়েছে।

শুধু আমার নয়, অনেকের ভক্ত, দর্শক বিষয়টি মেনে নিতে পারেনি। সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের সঙ্গে সুর মিলিয়ে এমন বক্তব্যের নিন্দা জানাচ্ছি।

আমি প্রত্যাশা করব, এ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই ভবিষ্যতে কোনো একটি পর্বে এ ধরনের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেবেন।
-আপনাদেরই প্রিয় মৌসুমী।

সম্প্রতি একটি সেলিব্রটি শো’তে মিশা সওদাগরকে উপস্থাপক পূর্ণিমা জিজ্ঞেস করেন, কার সাথে স্বাচ্ছন্দ্যবোধ করতেন, ধর্ষণ দৃশ্যে অভিনয় করতে?। মিশা উত্তর করেন, মৌসুমী আর পূর্ণিমা। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচিত হচ্ছেন চিত্র নায়িকা পূর্ণিমা।

আরও দেখুন: ধর্ষণ নিয়ে ঠাট্টা করে সমালোচিত চিত্রনায়িকা পূর্ণিমা

যমুনা অনলাইন: এটি

Exit mobile version