Site icon Jamuna Television

‘চিকিৎসার ইস্যুটি প্রকাশ করে সিইসি প্রতিহিংসা চরিতার্থ করেছেন’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিজেও চিকিৎসার জন্য কমিশন থেকে টাকা নিয়েছেন, চিকিৎসার ইস্যুটি প্রকাশ করে সিইসি প্রতিহিংসা চরিতার্থ করেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

শুক্রবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মাহবুব তালুকদার বলেন, ‘২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলনে জানিয়েছেন আমার চিকিৎসার ব্যয় বছরে ৩০ লাখ থেকে ৪০ লাখ টাকা। তিনি আমাকে রোগাক্রান্ত ব্যক্তি বলে উল্লেখ করে বলেছেন, আমি কখনও আইসিইউতে বা কখনও সিসিইউতে থাকি। কিন্তু, ইচ্ছা করলেই কেউ আইসিইউ বা সিসিইউতে থাকতে পারে না। নির্বাচন কমিশনার হওয়ার সময় থেকেই আমি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। মেডিকেল বোর্ডের পরামর্শে বিদেশে চিকিৎসা নিয়েছি।’

কমিশনার মাহবুব দাবি করেন, গত ২ বছর নিজস্ব খরচে বিদেশে চিকিৎসা নিয়েছেন। ভিন্নমত পোষণ করার কারণেই প্রধান নির্বাচন কমিশনার তার বিরুদ্ধে এসব কথা বলেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ‌আরএফইডি টক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সম্পর্কে বলেন, ‘মাহবুব তালুকদারের কথা আমি বরাবরই বলেছি। ইসিতে উনি ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করছেন। উনি রোগাক্রান্ত ব্যক্তি। মাহবুব কখনো আইসিইউতে কখনো সিসিইউতে ছিলেন। এছাড়া উনি সিঙ্গাপুর, ভারতে চিকিৎসা নিয়েছেন। এসব চিকিৎসার ব্যয় কমিশন থেকে করা হয়। এ অর্থের পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা।’

Exit mobile version