Site icon Jamuna Television

ফ্লেচার-মুশফিকের ব্যাটে চট্টগ্রামকে হারালো খুলনা

ছবি: সংগৃহীত

বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগারস। আন্দ্রে ফেচার ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে চট্টগ্রামের দেয়া ১৪৪ রানের টার্গেট ৭ বল হাতে রেখে পার হয়ে যায় খুলনা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন কেনার লুইস। এরপর ৫৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন উইল জ্যাকস ও আফিফ হোসেন। জ্যাকস ২৮ ও আফিফ করেন ৪৪ রান। এ দু’জনের বিদায়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টলার দলটি। শেষ দিকে নাইম ইসলামের ২৫ রানে ভর করে ১৪৩ রানের পুঁজি পায় চট্টগ্রাম।

আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে ছাড়াই জয় পেয়েছে আর্জেন্টিনা

জবাবে শরিফুলের বলে ১ রান করে ফেরেন সৌম্য সরকার। এরপর ১৭ রান করা রনি তালুকদার ফিরলে ভাঙে ৫০ রানের জুটি। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করে ফেরেন আন্দ্রে ফ্লেচার। শেষ দিকে মুশফিকুর রহিমের অপরাজিত ৪৪ আর সেকুগা প্রাসান্নার ২৩ রানে আসরের দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা।

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে নাটকীয় জয়ে সেমিতে আফগানিস্তান

Exit mobile version