Site icon Jamuna Television

রাতে মাঠে নামছে চেলসি-আর্সেনাল

রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা ম্যাচে মাঠে নামছে চেলসি আর আর্সেনাল। সন্ধ্যা সোয়া সাতটায় আর্সেনালের প্রতিপক্ষ সাউদাম্পটন। আর রাত সাড়ে ৯টায় চেলসি আতিথ্য দেবে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে।

৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্হান চেলসির। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ব্লু শিবিরে ফিরতে পারেন গোলকিপার থিবো কর্তোয়া আর পেড্রো। তবে খেলছেন না ডিফেন্ডার ডেভিড লুইজ। ঘরের মাঠে ওয়েষ্ট হ্যামের বিপক্ষে পরিসংখ্যানে আত্মবিশ্বাসী চেলসি। যেখানে সবশেষ ১১ ম্যাচে অপরাজিত ব্লুরা। তবে লিগে সবশেষ ৭ ম্যাচের পাঁচটিতেই হার চিন্তার কারণ অ্যান্তেনিও কোন্তের দলের জন্য।

এদিকে, আর্সেনাল মুখোমুখি হবে সাউদাম্পটনের। ইনজুরির কারণে ছিটকে গেছেন হেনরিখ মাখতারিয়ান। গোড়ালির ইনজুরির কারণে গোলকিপার ডেভিড ওসপিনার সার্ভিসও পাবে না গানাররা। এমিরেটস স্টেডিয়ামে সবশেষ ২২ লিগ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আর্সেন ওয়েঙ্গারের দলের। অন্যদিকে বাজে সময় কাটাচ্ছে টেবিলের আঠারো নম্বরে থাকা সাউদাম্পটন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version