Site icon Jamuna Television

নাকে ব্যবহৃত করোনার বুস্টার ডোজ আনছে ভারত বায়োটেক, দেয়া যাবে নিজেই

ছবি: সংগৃহীত।

এবার নাকে ব্যবহৃত করোনার বুস্টার ডোজের তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালাবে ভারত। শুক্রবার (২৮ জানুয়ারি) কোভ্যাক্সিন টিকা প্রস্তুতকারক ভারতীয় সংস্থা ভারত বায়োটেককে হিউম্যান ট্রায়াল নিয়ে কাজ করতে ছাড়পত্র দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই)। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, ভারতের নয়টি জায়গায় এই তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালানো হবে। ভারত বায়োটেক ‌এই টিকার নামকরণ করেছে, বিবিভি১৫৪। হায়দরাবাদ-ভিত্তিক টিকা প্রস্তুতকারক এই সংস্থা গত মাসেই নাকের মাধ্যমে নেয়া টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চালানোর জন্য ডিসিজিআই-এর অনুমোদন চেয়েছিল। শুক্রবার তা গ্রহণ করলো দেশটির নিয়ন্ত্রক সংস্থা।

পরীক্ষা সফল হলে বুস্টার টিকা দেয়া আরও সহজ হবে বলে জানানো হয়েছে ভারত বায়োটেকের পক্ষ থেকে। ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে যে, কোভিডের প্রধান সংক্রমণের জায়গা নাক। যেহেতু নাক দিয়েই এই ভাইরাস মূলত শরীরে প্রবেশ করে, তাই এই প্রতিষেধক নাকের প্রতিরোধ শক্তিকে আরও উদ্দীপ্ত করবে এবং কোভিডের সংক্রমণ ঠেকাতে সাহায্য করবে।

আরও পড়ুন: দুর্ঘটনা এড়াতে শিকাগোর রেললাইনে আগুন!

সংস্থাটির পক্ষ থেকে আরও জানােনা হয়েছে, এই টিকা খুব সহজে নিজে থেকেই নাকের মাধ্যমে নেয়া যেতে পারে। তাই আলাদা করে প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা কর্মীদের প্রয়োজন হবে না। তৃতীয় পর্যায়ের ট্রায়াল সফল হলে শিগগিরই নাসাল বুস্টার ডোজ বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে ওষুধ প্রস্তুতকারী এ সংস্থাটি।

এসজেড/

Exit mobile version