Site icon Jamuna Television

কক্সবাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

ফাইল ছবি।

পর্যটন নগরী কক্সবাজারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল থেকেই পর্যটকদের কোলাহল দেখা গেছে ককবসবাজার শহরে।

কেউ পরিবার-পরিজন, কেউবা বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এদিন। সমুদ্র সৈকতের সুগন্ধা-লাবনীসহ প্রতিটি পয়েন্টেই উপচেপড়া ভিড় রয়েছে। কিন্তু ঘুরতে যাওয়া বেশিরভাগ মানুষই স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন। মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করছে বেশিরভাগেই। নানা অজুহাত দেখাচ্ছেন তারা।

উল্লেখ্য, সৈকতে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনেরও ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে।

Exit mobile version