Site icon Jamuna Television

সিমন্সের সেঞ্চুরি, বড় সংগ্রহ গড়লো সিলেট

লেন্ডল সিমন্স। ছবি: সংগৃহীত

বিপিএলে চট্টগ্রাম পর্বে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে টস হেরে বড় সংগ্রহ গড়েছে সিলেট সানরাইজার্স। বিপিএলের চলমান আসরকে প্রথমবারের মতো সেঞ্চুরি দেখালেন ক্যারিবিয়ান ওপেনার লেন্ডল সিমন্স। তার ব্যাটিং তাণ্ডবে ১৭৫ রানের বড় সংগ্রহ গড়েছে মোসাদ্দেক হোসেনের সিলেট।

লেন্ডল সিমন্স আর এনামুল হক বিজয়ের ব্যাটে ভালো শুরু পায় সিলেট। পাওয়ার প্লে শেষ হওয়া ১৮ রান করে এনামুল ফিরলে ভাঙে ৫০ রানের জুটি। সুবিধা করতে পারেননি মোহাম্মদ মিঠুন। কাইস আহমেদের বলে ফেরেন মাত্র ৬ রান করে। এরপর মাশরাফীর বলে রানের খাতা না খুলেই ফেরেন কলিন ইনগ্রাম। তবে দুর্দান্ত ব্যাট করে বিপিএলের প্রথম সেঞ্চুরিটি হাঁকিয়েছেন লেন্ডল সিমন্স। ক্যালিপ্সো ছন্দে ৬৫ বলে ১১৬ রান করে আন্দ্রে রাসেলের বলে আউট হন সিমন্স। তার এই ইনিংসে রয়েছে ১৪টি চার ও ৫টি ছয়।

এখন পর্যন্ত ২ ম্যাচে ১ জয় সিলেটের। আর ৪ ম্যাচ খেলা ঢাকার জয়ও মাত্র একটি।

আরও পড়ুন: ফ্লেচার-মুশফিকের ব্যাটে চট্টগ্রামকে হারালো খুলনা

Exit mobile version