এআরবি’র সভাপতি আরিফুল সাজ্জাত, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি

|

এআরবি'র নির্বাচিত নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত।

বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘অ্যাটমিক রিপোর্টার্স বাংলাদেশ’ (এআরবি) এর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আরিফুল সাজ্জাত (নিউজ ২৪) ও ফজলে রাব্বি (এটিএন বাংলা)।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে সংগঠনটির ২০২২-২০২৪ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাহী কমিটির ১১টি পদের মধ্যে সহসভাপতি পদে জিন্নাতুন নুর সিনথিয়া (বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম-সম্পাদক পদে দেবাশীষ রায় (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুল হাসান (ইন্ডিপেন্ডেন্ট টিভি), কোষাধ্যক্ষ পদে তানজীর মেহেদী (নিউজ বাংলা), দপ্তর সম্পাদক পদে ইয়ামিন সাজিদ (দ্য বিজনেস স্টান্ডার্ড), যোগাযোগ, বাণিজ্য ও গবেষণা সম্পাদক পদে নাজমুল লিখন (দ্য বাংলাদেশ পোস্ট) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. মুজাহিরুল হক (৭১ টিভি), আবুল কালাম আজাদ (বিবিসি বাংলা) ও হাসান আজাদ (বিজনেস ইনসাইডার)।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) উপ-প্রধান প্রতিবেদক সৈয়দ শুকুর আলী শুভ। অন্যদিকে, নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক মশিউর রহমান খান এবং নিউ এজ এর জ্যেষ্ঠ প্রতিবেদক আহম্মদ ফয়েজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply