Site icon Jamuna Television

মার্কিন সীমান্তে নিহত সেই ভারতীয় পরিবারের পরিচয় মিললো

ছবি: সংগৃহীত।

অবৈধভাবে কানাডা হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে ঠান্ডায় জমে মৃত্যু হয় ভারতীয় এক পরিবারের। কানাডার সীমান্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় গত ১৯ জানুয়ারি। অবশেষে পরিচয় শনাক্ত করা গেছে হতভাগ্য পরিবারটির। তারা সবাই গুজরাটের বাসিন্দা ছিলেন। খবর বিবিসির।

নিহতরা হলেন, ৩৯ বছর বয়সী জগদীশ বল্লবভাই প্যাটেল (বাবা), ৩৭ বছর বয়সী ভাইসালিবান (মা), ১১ বছর বয়সী ধার্মিক জগদীশ কুমার (মেয়ে) ও তিন বছর বয়সী একটি ছেলে।

কানাডার পুলিশ জানায়, ভারতীয় পরিবারটি মোট ১৮ জনের একটি দলের সাথে পায়ে হেঁটে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে। কিন্তু কোনো কারণে তারা মূল দল থেকে আলাদা হয়ে যায়। সেই সময় ওই স্থানের তাপমাত্রা মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় এবং আশেপাশে কোনো সাহায্য না পাওয়ায় তীব্র ঠান্ডায় পরিবারটির মৃত্যু হয়।

আরও পড়ুন: বাইডেন মানুষের আকারে একটি স্যাঁতসেঁতে পুতুল: ইলন মাস্ক

এ ঘটনায় ভারতের একটি ট্রাভেল এজেন্সির ছয় সদস্যকে আটক করা হয়েছে। অভিযোগ আছে, তারাই এই পরিবারটিকে কানাডায় পাঠায়। তবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের নজির থাকলেও কানাডা হয়ে মার্কিন মুলুকে প্রবেশের চেষ্টা বিরল।

এসজেড/

Exit mobile version